• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

শিল্প ও সাহিত্যের নিজস্ব বাসভূমি

কমল চক্রবর্তীর কবিতা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন ধীমান চক্রবর্তী। কমলের কবিতা ধীমান কীভাবে দেখেছেন, তা থেকে পাঠকের কমলের কবিতা বুঝতে সাহায্য করবে।

প্রচ্ছদ চিত্র

দেবপ্রিয় বাগচী

চান্দ্রমাস
একচল্লিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে গৌরশংকর বন্দ্যোপাধ্যায় সম্পাদিত শিল্প ও সাহিত্যের নিজস্ব বাসভূমি ‘চান্দ্রমাস’ পত্রিকা। আলোচ্য সংখ্যায় সম্পাদক স্মরণ করেছেন বাংলাভাষার সেইসব কবি-লেখকদের, যাঁরা গত দু’-এক বছরের মধ্যে প্রয়াত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন বিজিৎ কুমার ভট্টাচার্য, পবিত্র মুখোপাধ্যায়, গণেশ বসু, রত্নেশ্বর হাজরা, মৃণাল বসুচৌধুরী, দেবী রায়, দীপেন রায়, পার্থপ্রতিম কাঞ্জিলাল, ধূর্জটি চন্দ, মানসকুমার চিনি, কমল চক্রবর্তী, বিজয় মাখাল, সুনন্দা চক্রবর্তী, আশিস সান্যাল ও অরুণকুমার চক্রবর্তী। এছাড়াও প্রয়াত হয়েছেন এই পত্রিকার প্রকাশিকা, সাহিত্যপ্রেমী ও প্রশ্রয়দাত্রী শিখা বন্দ্যোপাধ্যায়। সত্তর দশকের উল্লেখযোগ্য কবি গৌরশংকর বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল ধরে সাহিত্য ও সম্পাদনার সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবে ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন বহু উল্লেখযোগ্য কবি-লেখকের। সমসময়ের সতীর্থ কবি-লেখক বন্ধুদের প্রয়াণ নিঃসন্দেহে বেদনার।

Advertisement

শুরুতেই রয়েছে কয়েকজন প্রয়াত কবির অপ্রকাশিত কবিতা। এঁদের মধ্যে রয়েছেন বাসুদেব দেব, বিজিৎকুমার ভট্টাচার্য, শিবাজি গুপ্ত, শম্ভু রক্ষিত ও সোমক দাস। এই সময়ের উল্লেখযৌগ্য সমস্ত প্রবীণ কবি থেকে তরুণদের প্রচুর কবিতায় সমৃদ্ধ এই সংখ্যাটি। ‘খোলাবাতাস’ বিভাগে ভালো লাগে কবি ও কবিতা বিষয়ক কয়েকটি আলোচনা। অর্ণব সেন লিখেছেন, ‘রূপসী বাংলা ডুয়ার্সে এবং কবিদের কবিতা’। সপ্তর্ষি রায় লিখেছেন, ‘শিরায় গ্রন্থিতে অমৃতায়নের আড্ডা’। ভরত সিংহ লিখেছেন, ‘স্মৃতি হলেও জীবন্ত অনুভূতি’। ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের লেখা স্বাস্থ্য, শিক্ষা ও প্রকৃতি বিষয়ক রচনা ‘সায়াহ্নের চিত্রলিপি’ বেশ আকর্ষণীয়। পবিত্র সরকার লিখেছেন একটি বিশেষ নিবন্ধ, ‘আমার মায়েদের গল্প’। ব্যক্তিগত স্মৃতির ভেতর একটি সময় ও ইতিহাস উঠে এসেছে এই রচনায়। অঙ্কুর সাহা লিখেছেন ‘অ্যালেন গিন্সবার্গ (১৯২৬-১৯৯৭): জীবন ও কবিতা’। প্রবন্ধটির নামকরণ থেকে বোঝা যায় অ্যালেন গিন্সবার্গের জীবন ও তাঁর কবিতাই এই রচনার বিষয়বস্তু। নিঃসন্দেহে ভালো লাগবে লেখাটি।

Advertisement

প্রয়াত কমল চক্রবর্তী সাম্প্রতিক সাহিত্যের এক উজ্জ্বল নাম। প্রথাভাঙা ধারায় তিনি ছিলেন সিদ্ধহস্ত, কী কবিতায়, কী গদ্যে। কমল চক্রবর্তীর কবিতা নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন ধীমান চক্রবর্তী। কমলের কবিতা ধীমান কীভাবে দেখেছেন, তা থেকে পাঠকের কমলের কবিতা বুঝতে সাহায্য করবে। বইয়ের আলোচনা লিখেছেন বিশ্বজিৎ রায় ও অমিত কাশ্যপ। ভালো লাগবে উৎপল মানের দীর্ঘ কবিতা ‘রিমঝিম আগুনের গান’। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তরুণতম কবির কবিতা একসঙ্গে প্রকাশ করার বিশাল আয়োজন করেছেন সম্পাদক। এ বড় আয়াসসাধ্য কাজ। গত একচল্লিশ বছর ধরে এরকম একটি কাজ করে চলেছেন ‘চান্দ্রমাস’ পত্রিকার সম্পাদক গৌরশংকর বন্দ্যোপাধ্যায়। ভালো লাগে পলাশ পালের আঁকা প্রচ্ছদ।
চান্দ্রমাস

সম্পাদক: গৌরশংকর বন্দ্যোপাধ্যায়
মূল্য: ১৭০ টাকা।

Advertisement