নতুন বছর
কল্যাণ গঙ্গোপাধ্যায়
নতুন বছর এলে
আলো ভরা শহরে,
মানুষের ঢল নামে
কত সাজ বাহারে!
Advertisement
সকলেই খুশি খুব
মুখে মাখা হাসি,
খাওয়া দাওয়া গল্প
মজা ঠাসাঠাসি!
Advertisement
আমাদের গ্রামে এলে
নতুন বছর,
ঝিম ধরা আঁধারেই
প্রতিটি প্রহর!
মলিন কাপড়ে ঘিরে
পেতেছি চাটাই,
নতুন বছর পেলে
এভাবে কাটাই!
শুনেছি দুনিয়াতে
একই রোদ্দুর,
তবু কাছে আসে না
আছে কদ্দূর?
গাঁও-গেরামে ঋতুর শোভা
রানা জামান
গাঁও-গেরামে গাছের বাহার
এক বা অধিক নদী,
আরো সুন্দর দেখায় গ্রামটা
বিলও থাকে যদি।
মাঠের মাঝে গরুর দঙ্গল
রাখাল বাজায় বাঁশি,
পাকা ফসল দেখে ক্ষেতে
চাষীর মুখে হাসি।
জলকে চলে গাঁয়ের বধূ
পায়ে বাজে নুপুর,
বর্ষা কিংবা শরৎ কালে
বৃষ্টি পড়ে ঝুমুর।
অঘ্রাণ মাসে পাকা ধানের
সুবাসে মন পাগল,
শীতের কালে সরিষার ফুল
খোলে মধুর আগল।
শরৎ কালে কাশের বনে
লুকোচুরি খেলা,
ছয়টি ঋতুর শোভা দেখে
ফুরিয়ে যায় বেলা।
হেমন্ত কয়
উৎপলকান্তি বড়ুয়া
হেমন্ত কয়, ভোর হয়েছে
বিছানা ছেড়ে ওঠো,
দেব কাঞ্চন গন্ধরাজ ও
ছাতিম হয়েই ফোটো।
সকাল বেলার শিশির হয়ে
ঘাসের বুকে হেসো,
সোনালি রঙ ধানের ছড়া
একটু ছুঁয়ে এসো।
দেখো গাঁয়ের বধূর হাসি
গোলায় নতুন ধান,
চাষার বুকে দেখো কেমন
অতুল সুখের গান।
নবান্ন সুর দোলা সবার
জাগলো প্রাণে মনে,
কাতিক-আগন সঙ্গে মাতো
খুশির নিমন্ত্রণে।
ডাক পিয়নের হলুদ বিকেল
হাসবে মিটিমিটি,
সঙ্গে করে আসবে নিয়ে
শীতের লেখা চিঠি।
চিঠি
আলমগীর কবির
একটি চিঠি ফুল পাঠালো
একটি চিঠি পাখি,
সুবাসমাখা চিঠি পেয়ে
স্বপ্নে বিভোর আঁখি।
শেষ হলো না হোমওয়ার্ক
অঙ্ক আছে বাকি,
পড়ার টেবিল সামনে আমার
চুপটি বসে থাকি।
একটি চিঠি মাঠ পাঠালো
একটি চিঠি ঘুড়ি,
ঘুড়ি কোথায় চায় নিতে চায়
রঙিন স্বপ্নপুরী!
একটি চিঠি বন পাঠালো
একটি চিঠি নদী,
মামণি আজ খুশি মনে
ছুটি দিতেন যদি।
বৃষ্টি ভেজা মিষ্টি দুপুর
নির্মলেন্দু শাখারু
মেঘলা আকাশ,শীতল বাতাস
মেঘ ঢাকা মন চায়,
বৃষ্টি ভেজা মিষ্টি দুপুর
বৃষ্টিরই গান গায়!
বৃষ্টি ভেজা দুপুর বেলা,
শালিক-ভেজা মন,
বৃষ্টিতে সে আঁকছে রঙিন
শ্রাবণ সারাক্ষণ!
আকাশ জুড়ে মেঘের খেলা
বৃষ্টি পড়ে টুপ্,
বৃষ্টি ধারায় ভেজে দুপুর
বৃষ্টিতে দেয় ডুব।
বৃষ্টি দিনের দুপুর বেলা
বৃষ্টিতে ভরপুর,
ক্লান্তি শেষে চায় ফিরে মন
বৃষ্টি তোলে সুর!
অবাক কাণ্ড
মেঘদূত অঙ্কন
পূর্ব দিকে সূর্য ওঠে
পশ্চিমে যায় ঢলে,
তেপান্তরের মাঠ পেরিয়ে
নীলচে মেঘের কোলে।
দিন ফুরোলে রাত্রি নামে
চাঁদের আলোয় ছেয়ে,
রাত বয়ে যায় তারায় তারায়
মেঘের ডিঙি বেয়ে।
রাত ফুরোলে পুব আকাশে
যেমনি ফোটে আলো,
অমনি মোছে এক পলকে
নিঝুম রাতের কালো।
কেউ কি জানো এমনি করেই
দিন ও রাত্রি হয়,
সূর্য, চাঁদের এই যে খেলা
মোটেই মিথ্যে নয়!
Advertisement



