৯০ পেরোলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ১৯৩৫ সালের ২ নভেম্বর, তৎকালীন পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলায় জন্ম গ্রহণ করেন। ছোটবেলা থেকেই ভ্রমণ, অভাব আর শিক্ষার প্রতি ছিল তাঁর গভীর টান। দেশভাগের পর ১৯৪৭ সালে পরিবার-সহ কলকাতায় চলে আসেন শীর্ষেন্দু। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাঁর শৈশব কেটেছে— কোচবিহার, মালদা, হাওড়া, কলকাতা— সর্বত্র ছড়িয়ে রয়েছে তাঁর বেড়ে ওঠার গল্প।
শীর্ষেন্দুর জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে— ‘মানবজমিন’, ‘দূরবীন’, ‘গয়নার বাক্স’, ‘পার্থিব’, ‘যাও পাখি’, ‘পারাপার’, ‘বিবর’, ‘আলো-অন্ধকার’ প্রভৃতি। তাঁর সৃষ্ট অদ্ভুতুরে সিরিজ ও শাবর দাশগুপ্ত সিরিজ তরুণ পাঠকদের ভীষণ প্রিয়। ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘ভুতুড়ে ঘড়ি’, ‘হেতমগড়ের গুপ্তধন’, ‘নন্দীবাড়ির শাঁখ’ ইত্যাদি গল্প আজও পাঠককে টানে রহস্যের জগতে।
Advertisement
শীর্ষেন্দুর লেখায় প্রতিফলিত হয় জীবনের সূক্ষ্মতম আবেগ, সামাজিক টানাপোড়েন এবং নৈতিক দ্বন্দ্ব। তিনি যেমন রোমান্টিক প্রেমের গল্প লেখেন, তেমনই লেখেন সমাজের অন্যায়, শোষণ ও মানবিক সম্পর্কের বাস্তব চিত্রও। তাঁর ভাষা সহজ, সংবেদনশীল । যা সব বয়সের পাঠককে কাছে টানে। তাঁর লেখা আজও নবীন পাঠকের মন ছুঁয়ে যায়। তাঁর জন্মদিনে পাঠক সমাজের একটাই প্রার্থনা — তিনি আরও বহুদিন সুস্থ থাকুন এবং আমাদের নতুন গল্পের জগতে নিয়ে যান।
Advertisement
Advertisement



