• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

১১২ বছরের রেকর্ড ভেঙে সাহিত্যে নােবেল কবি ও প্রাবন্ধিক লুইস গ্লোকের

নােবেল পুরস্কার প্রাপ্তিতে ফের জয়জয়কার মহিলাদের। বৃহস্পতিবার সাহিত্যে নােবেল পুরস্কার ঘােষিত হল। সেই পুরস্কার পেলেন মার্কিন কবি লুইজ গ্লোক

লুইস গ্লোক(Photo: Twitter/@NobelPrize)

নােবেল পুরস্কার প্রাপ্তিতে ফের জয়জয়কার মহিলাদের। বৃহস্পতিবার সাহিত্যে নােবেল পুরস্কার ঘােষিত হল। সেই পুরস্কার পেলেন মার্কিন কবি লুইজ গ্লোক।

সুইডিশ আকাডেমি জানাচ্ছে, অসাধারণ কাব্যে নিরাভরণ সৌন্দর্যবােধই এই কবির ব্যক্তিসত্তাকে সর্বজনগ্রাহ্য করে তুলেছে । গত ১১২ বছর ধরে সাহিত্যে নোবেল পেতেন উপন্যাস বা গল্পকাররাই। সেই রেকর্ড ভেঙে এবার এই মার্কিন কবি পেলেন নােবেল।

নিউ ইয়র্কে জন্ম নেওয়া গ্লোক ইয়েল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি। ১৯৪৩ সালে জন্ম তার। কবি ও প্রাবন্ধিক লুইস গ্লোক সাহিত্যের দরবারে বরাবরই সুনাম অর্জন করেছেন । রসবােধ এবং মনীযও পূর্ণ তার রচনাগুলি । এর আগেও তিনি পুলিৎজারসহ নানা পুরস্কার পেয়েছেন। এবার নােবেল তার শীর্যে নতুন একটি পালক যােগ করল।