আজ ভূত চতুদর্শী। চোদ্দ বাতি চোদ্দ শাক দেওয়ার দিন। রাত পোহালেই দীপাবলি। তবে উৎসবের আবহে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ বাংলার উপর বড়সড় কোনও প্রভাব ফেলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী সপ্তাহের শেষে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের উত্তর বা দক্ষিণ, কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আংশিক মেঘলা হতে পারে আকাশ কখনও কখনও।
মোটামুটি রোদ্রজ্বলই থাকার কথা আবহাওয়া। দুপুরের দিকে গরম অনুভূত হবে, তবে বিকেলের পর থেকে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের চার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Advertisement
ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা, ধোঁয়াশার দেখা মিলবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। ভোরের দিকে এবং রাতে মিলবে হালকা হেমন্তের আমেজ। রবিবার কলকাতার র্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
Advertisement



