• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বেহালায় হেরিটেজের তকমা পেল ২৫০ বছরের শিব মন্দির

বেহালা আর্য সমিতি রোডের হালদারদের এই প্রাচীন শিব মন্দিরকে গ্রেড ১ হেরিটেজের তকমা দিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার।

বেহালার সেই হেরিটেজ তকমাপ্রাপ্ত শিবমন্দির। ছবি সৌজন্যে ইন্টারনেট।

গ্রেড ১ হেরিটেজের তকমা পেল দক্ষিণ শহরতলীর শতাধিক বছর পুরনো একটি প্রাচীন চারচালা শিব মন্দির। এই শিব মন্দিরের বিগ্রহ ২৫০ বছর পুরোনো।

বেহালা আর্য সমিতি রোডের হালদারদের এই প্রাচীন শিব মন্দিরকে গ্রেড ১ হেরিটেজের তকমা দিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য সরকার। শুক্রবার বিকেলে পুরসভার তরফে মন্দিরের দেওয়ালে হেরিটেজ স্বীকৃতির ফলক বসানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের বিগ্রহ ২৫০ বছর পুরোনো। সেক্ষেত্রে এই শিব মন্দির শহরের প্রাচীনতম মন্দিরের মধ্যে অন্যতম। আরও জানা গিয়েছে, বেহালার আর্য সমিতি রোডের আদি বাসিন্দা হালদার পরিবারের পৈতৃক জায়গায় এই শিব মন্দিরটি ১৭০০ শতাব্দির মাঝামাঝি স্থাপিত হয়। বংশানুক্রমিকভাবে মোহিত মোহন হালদার এবং ক্ষেত্রপদ হালদারের পারিবারিক জমিতে প্রতিষ্ঠিত এই শিব মন্দিরে এক সময় সেবায়েত ছিলেন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তীর ঠাকুরদা সুশীল চক্রবর্তী। পরবর্তীকালে এই শিব মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় একটি বেসরকারি সংস্থা। সেখান থেকে বর্তমানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বেহালার দেবদারু ফটক ক্লাব।
হালদারদের বর্তমান প্রজন্মের বংশধর অরূপ হালদার, অরিজিৎ হালদার, অঙ্কন হালদার, নন্দলাল হালদার এবং সায়ন হালদারের সঙ্গে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাচ্ছে বেহালা দেবদারু ফটক ক্লাব।

Advertisement

এই মন্দিরে প্রতি বছর ১২ ডিসেম্বরে বাৎসরিক উৎসব পালিত হয়। এছাড়াও শিব রাত্রি এবং নীল ষষ্ঠী সাড়ম্বরে পালন করা হয়। বেহালার স্থানীয় বাসিন্দারা এই জাগ্রত শিব মন্দিরে প্রতিদিন নিজ নিজ মতে নিষ্ঠার সঙ্গে পুজো দেন।

Advertisement