দুর্গাপ্রতিমা নিরঞ্জনের পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বেহালার এক যুবক। লরির উপরে বসে থাকার সময় হাইটবারে ধাক্কা লেগে তাঁর মৃত্যু হয়। দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
মৃতের নাম উৎসব চট্টোপাধ্যায়। পেশায় তিনি ড্রামার। তাঁর বাড়ি বেহালাতে। বৃহস্পতিবার উৎসবের পাড়ার পুজোর দুর্গাপ্রতিমা নিরঞ্জন ছিল। সেই জন্য পাড়ার সকলের সঙ্গে তিনি ভাসানে যাওয়ার উদ্দেশে রওনা দেন। উৎসব লরির একেবারে মাথায় উঠে বসেছিলেন। বেহালা থেকে আলিপুরের রাস্তা ধরে লরিটি বাবুঘাটের উদ্দেশে যাচ্ছিল।
Advertisement
আচমকা চিড়িয়াখানার কাছে উৎসবের মাথা একটি হাইটবারে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে লরি থামিয়ে দেওয়া হলেও বিপদ আটকানো সম্ভব হয়নি। দ্রুত তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাও শুরু হয় তাঁর। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। উৎসবের পাড়ার বাসিন্দাদের অভিযোগ, হাইটবারের সামনে পর্যাপ্ত লাইট ছিল না। সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisement
Advertisement



