• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আবাসের সমীক্ষা নিয়ে ভাঙড়ে তৃণমূল–আইএসএফ সংঘর্ষ

আইএসএফ অভিযোগ করেছে, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকায় বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের নাম রয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। এই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা।

ভাঙড়ে আবাস যোজনার ঘর নিয়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ। (ইনসেটে) সংঘর্ষে জখম এক ব্যক্তি। নিজস্ব চিত্র

বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষাকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ-এর সংঘর্ষে উত্তপ্ত হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বুধবার ভাঙড়ের উত্তর কাশীপুর থানার চকমহিচা এলাকায় এই সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, বুধবার চকমরিচা এলাকায় আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা করতে গিয়েছিলেন সরকারি আধিকারিকরা। সেখানেই শাসকদল তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে অশান্তি শুরু হয়। আইএসএফ অভিযোগ করেছে, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের তালিকায় বেছে বেছে তৃণমূল ঘনিষ্ঠদের নাম রয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ মানতে নারাজ। এই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। তারপর তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এই ঘটনায় আইএসএফ-এর এক কর্মী ও তৃণমূলের একাধিক কর্মী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ।

Advertisement

আইএসএফ কর্মী আবেদুল মোল্লা বলেন, ‘তৃণমূলের নেতা এবং কর্মীদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে। যাঁদের পাকা বাড়ি আছে, তাঁদের নামেও ঘর এসেছে। সাধারণ গরিব মানুষের নাম তালিকায় নেই। এরই প্রতিবাদ করেছে আইএসএফ। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছে।’

Advertisement

অপরদিকে ভাঙড়ে অশান্তি ছড়ানোর জন্য আইএসএফ-কে দায়ী করে তৃণমূল কংগ্রেস। বিনা প্ররোচনায় তাঁদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে শাসকদল। দলের কর্মী–সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয় বলে দাবি করেছে তৃণমূল।

Advertisement