• facebook
  • twitter
Friday, 5 December, 2025

দক্ষিণ কলকাতায় গড়ে উঠছে অত্যাধুনিক শ্মশান

প্রায় ৯২ কাঠা জমিতে তৈরি হবে নতুন শ্মশান। মোট খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এই জমি ৩০ বছরের জন্য ইজারা দিয়েছে পুরসভাকে।

ফাইল চিত্র

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ কলকাতায় তৈরি হচ্ছে নতুন শ্মশান। হেস্টিংসের দহিঘাট এলাকায় গড়ে উঠবে এই আধুনিক শ্মশান, যেখানে থাকছে পাঁচটি কাঠের চুল্লি এবং দুটি পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি। কলকাতা পুরসভা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাটি ইতিমধ্যেই নিমতলা ও কেওড়াতলার শ্মশানের রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের কাজ করছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৯২ কাঠা জমিতে তৈরি হবে নতুন শ্মশান। মোট খরচ হবে প্রায় ৫০ কোটি টাকা। কলকাতা বন্দর কর্তৃপক্ষ এই জমি ৩০ বছরের জন্য ইজারা দিয়েছে পুরসভাকে। শ্মশানটি চালু হলে একসঙ্গে সাতটি মৃতদেহ সৎকার করা যাবে। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তা জানান, বর্তমানে শহরের শ্মশানগুলোর ওপর চাপ ক্রমশ বাড়ছে। অনেক সময় মৃতদেহ সৎকারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন শ্মশান চালু হলে সেই চাপ অনেকটাই কমবে। আধুনিক সুবিধার কারণে সৎকার প্রক্রিয়াও হবে দ্রুত।

Advertisement

দুই থেকে তিন বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। চালু হলে পরিচালনার দায়িত্ব থাকবে পুরসভার হাতে, তবে রক্ষণাবেক্ষণ দেখবে স্বেচ্ছাসেবী সংস্থা। ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস জানিয়েছেন, গঙ্গার ধার বরাবরই তৈরি হবে এই শ্মশান। খুব শিগগিরই কাজ শুরুর তারিখ ঘোষণা করা হবে। বর্তমানে কলকাতা পুরসভার অধীনে সাতটি শ্মশান চালু আছে। নতুন শ্মশান চালু হলে দক্ষিণ কলকাতার জন্য এটি হবে বিশেষ সুবিধা, একইসঙ্গে কেওড়াতলার ওপর চাপও কমবে অনেকটা।

Advertisement

Advertisement