দক্ষিণ কলকাতার অন্যতম বড় জলাশয় বিক্রমগড় ঝিলের পুনরুদ্ধারের কাজ বন্ধ হয়ে গেছে কিনা, তা নিয়ে বুধবার কলকাতা পুরসভার অধিবেশনে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস। তিনি জানান, হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এই প্রসঙ্গে পরিবেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, ‘কাজ থেমে যায়নি। প্রকল্পের অগ্রগতি কিছুটা ধীর হলেও পুরসভা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ঝিলটি ড্রেজিং করে পরিস্কার করা হবে, চারদিক ঘিরে রক্ষাকবচ গড়া হবে এবং সৌন্দর্যায়নের জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই পুরো কাজের জন্য ২.২৭ কোটি টাকা ব্যয় করবে কলকাতা পুরসভা। এদিকে যাদবপুর সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বিক্রমগড় ঝিল দ্রুত সংস্কার না হলে এটি সম্পূর্ণভাবে বেহাল হয়ে পড়বে। ইতিমধ্যেই জলাশয়টির প্রায় পুরোটা জলজ আগাছা ও কচুরিপানায় ঢেকে গেছে, কেবল দক্ষিণ-পশ্চিম কোণে সামান্য জল দৃশ্যমান।
স্থানীয়রা রাজ্য সরকার এবং পুরসভার কাছে আর্জি জানিয়েছেন, রবীন্দ্র সরোবরের পর দক্ষিণ কলকাতার দ্বিতীয় বৃহত্তম এই জলাশয়টিকে দ্রুত রক্ষা করা হোক।