• facebook
  • twitter
Monday, 2 December, 2024

দ্রুতগামী বাইকের ধাক্কায় আহত কলকাতা পুলিশের কর্তব্যরত এসআই

ঘটনাস্থলেই যুবককে গ্রেপ্তার করে অসতর্ক ভাবে বাইক চালানো এবং হেলমেট না পরে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ এনেছে পুলিশ।

কলকাতা ট্রাফিক পুলিশ। প্রতীকী ছবি।

মাসখানেক আগে বেপরোয়া বাইকের ধাক্কায় রাতে নাকা তল্লাশি চালানোর সময় মহাত্মা গান্ধী রোডে আহত হয়েছিলেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। এবার ঠিক একইভাবে আহত হলেন পশ্চিম বন্দর থানার কর্তব্যরত এসআই রাজেশ মোদক। বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনে বাসিন্দা অর্জুন সিং (১৮) নামে এক যুবককে।

রবিবার রাত দেড়টার ঘটনা। গার্ডেনরিচ উড়ালপুলে নাকা তল্লাশি চালাচ্ছিলেন পশ্চিম বন্দর থানার এসআই রাজেশ মোদকসহ আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। সূত্রের খবর, সেই সময় তীব্র গতিতে বাইক চালিয়ে আসছিল অর্জুন। পুলিশ হাত দেখিয়ে বাইক থামাতে বললে প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে সে। তারপর সেই গার্ডরেল ছিটকে এসে কর্তব্যরত এসআইয়ের দিকে। গার্ডরেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, বেপরোয়া গতিতে বাইক চালানোর পাশাপাশি যুবকের মাথায় হেলমেট ছিল না। ঘটনাস্থলেই যুবককে গ্রেপ্তার করে অসতর্ক ভাবে বাইক চালানো এবং হেলমেট না পরে ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ এনেছে পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও।