• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কেষ্টপুরে রামনবমী মিছিল আটকাল পুলিশ, লকেটের সঙ্গে বিবাদ

মিছিল আটকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রামভক্তদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণকারীরা

রামনবমীর মিছিলে লকেট চট্টোপাধ্যায়

রামনবমী মিছিল ঘিরে উত্তপ্ত কেষ্টপুর। অনুমোদিত নির্দিষ্ট রুট দিয়ে না যাওয়ার অভিযোগে, কেষ্টপুর ভিআইপি মোড়ের কাছে রামনবমীর শোভাযাত্রা আটকাল পুলিশ। তা নিয়েই পুলিশের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

রবিবার রামনবমী উপলক্ষে নিউটাউনের হনুমান মন্দির থেকে শোভাযাত্রা বের হয়েছিল। অসংখ্য বাইক এই মিছিলে অংশ নেয়। স্কুটি নিয়ে এই মিছিলে অংশ নিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। শোভাযাত্রা কেষ্টপুর আসতেই তা আটকে দেয় পুলিশ। এমনকি ব্যারিকেড দিয়ে পথ আটকে দেওয়া হয়। মিছিল আটকালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রামভক্তদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাতে পরিস্থিতি আরও জটিল হয়। দুই পক্ষের ধস্তাধস্তিও হয়। পুলিশের সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের।

Advertisement

তিনি জানান, রামনবমীতেই যত রাজ্যের পুলিশি বাধা, নিষেধাজ্ঞা। অন্য সময় বাংলার পুলিশ নির্বিকার। বাংলায় দুর্গাপুজো যেভাবে পালিত হয়, রামনবমীও পালিত হবে। পুলিশ যত আটকাবে, তত আরও বেশি করে হবে।

Advertisement

তবে রামনবমীর শোভাযাত্রায় বিবাদ, কথা কাটাকাটি হলেও, বাধার পর রুট পরিবর্তন করেন রামভক্তেরা। পুলিশি তৎপরতায় ঘুরিয়ে দেওয়া হয় শোভাযাত্রা। পুলিশের অনুমোদিত নির্দিষ্ট রুট মেনে আবার শুরু হয় রাম নবমীর মিছিল।

Advertisement