• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ডাক্তারদের অভিযানে সামিল কামদুনি  কাণ্ডের প্রতিবাদী মুখ, আরজি কর কাণ্ডে সরব হলেন তাঁরাও

আমাদের রাজ্যের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। এমন পরিস্থিতিতে ডাক্তাররাও আজ পথে নেমেছেন। তাঁরা কোনও অশান্তি করতে আসেননি, বরং পুলিশের পদত্যাগের দাবি জানাতে এসেছেন।

কামদুনি ঘটনার ১১ বছর পরও বিচার হয়নি। রাজ্যের মানুষ এখন আরজি কর ঘটনার বিচার চাইছেন, এমনই দাবি তুললেন কামদুনি ঘটনার প্রতিবাদী টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল।

আরজি কর হাসপাতালে সাম্প্রতিক ঘটনার পর, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাঁরা শহরের রাস্তায় মিছিল করলেন। তাঁদের অভিযোগ, ১০ বছর পেরিয়ে গেলেও কামদুনি ঘটনার বিচার হয়নি এবং রাজ্যে মহিলাদের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। কামদুনির ঘটনার পরও রাজ্যে ধর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।

টুম্পা কয়াল বলেন, ‘আমাদের রাজ্যের অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। এমন পরিস্থিতিতে ডাক্তাররাও আজ পথে নেমেছেন। তাঁরা কোনও অশান্তি করতে আসেননি, বরং পুলিশের পদত্যাগের দাবি জানাতে এসেছেন। এত বড় ঘটনার তদন্ত হয়নি, উল্টো প্রমাণ লোপাট করা হয়েছে। এত নিষ্ক্রিয়তা থাকা সত্ত্বেও আজ আমাদের আটকাতে পুলিশ এসেছে।’

তিনি আরও বলেন, ‘এত বড় ঘটনা ঘটে গেল, সেই সময়ে পুলিশ কোথায় ছিল? ১৪ তারিখে আরজি কর হাসপাতালে তাণ্ডব চালানোর সময় পুলিশ কোথায় ছিল? আজ আমাদের আটকাতে এসেছে। আমরা বিচার চাইতে এসেছি, কোনও অশান্তি করতে নয়’।

এদিকে, আরজি কর ঘটনার প্রতিবাদে এবং বিচার চেয়ে আজ পথে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁরা লালবাজার অভিমুখে মিছিল করেন। মেরুদণ্ডের মডেল হাতে নিয়ে তাঁরা রাজপথে প্রতিবাদ জানান। তাঁদের আটকাতে পুলিশ ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেড তৈরি করেছে এবং বউবাজার চত্বরকে ঘিরে রেখেছে।