• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

পরীক্ষা দিতে এসে শিয়ালদহের হোমিওপ্যাথি কলেজ অসুস্থ ৫

পরীক্ষার্থীদের অভিযোগ, দমবন্ধ পরিবেশের জেরেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সেই বিষয়টি মানতে নারাজ কলেজ।

তীব্র গরমের মধ্যে চলছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা। একদল পড়ুয়া সেই পরীক্ষা দিচ্ছিলেন, আরেকদল বারান্দায় দমবন্ধ করা পরিবেশে দাঁড়িয়ে ছিলেন। দমবন্ধ পরিবেশে অপেক্ষা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন একাধিক পরীক্ষার্থী। শিয়ালদহ সংলগ্ন মেট্রোপলিটন হোমিওপ্যাথি কলেজের ঘটনা। পরীক্ষার্থীদের অভিযোগ, দমবন্ধ পরিবেশের জেরেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। অন্যদিকে সেই বিষয়টি মানতে নারাজ কলেজ। কলেজ কর্তৃপক্ষের পাল্টা যুক্তি, পরীক্ষার টেনশন থেকেই কয়েকজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

ছোট বারান্দা মাত্র একটি সিলিং ফ্যান ছিল। কোনও জানলা বা ভেন্টিলেশন ছিল। ১৫ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থ বিশিষ্ট সেই জায়গায় ৫০-এরও বেশি পড়ুয়া্র গাদাগাদি করে অপেক্ষা করতে থাকেন। একে একে পাঁচ জন পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। চোখে মুখে জল দেওয়ার পর একজন সুস্থ হলেও বাকি চারজন ক্রমাগত বমি করতে থাকেন। এদের মধ্যে দু’জন অচৈতন্য হয়ে পড়েন। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন অন্য পরীক্ষার্থীরা।

খবর পেয়ে সেই ঘরে হাজির হন কলেজের প্রতিনিধিরা। পরীক্ষকের সঙ্গে একাংশ পরীক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটিও শুরু হয়। গরমের মধ্যে রোদে কেন প্র্যাকটিক্যাল পরীক্ষা বা কী কারণে অপেক্ষমান পরীক্ষার্থীদের জন্য বসার সুনির্দিষ্ট ব্যবস্থা করা হল না, তা নিয়ে কর্তৃপক্ষর অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। পাল্টা তাদের দাবি, গরমের জন্য নয়, টেনশন থেকেই অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন পরীক্ষার্থী।