• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রেমিকার স্বামীকে খুন করে গ্রেপ্তার যুবক

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।

প্রেমিকা বাবার বাড়িতে চলে যাওয়ায় তাঁর স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স থানা এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে পুলিশ।

শনিবার সকালে কাঁটাতলা এলাকা থেকে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানতে পারে, মৃত ওই যুবকের নাম রাজা মণ্ডল। এরপরই তদন্তে উঠে আসে, ত্রিকোণ প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরেই স্ত্রীয়ের প্রেমিকের হাতে খুন হতে হয়েছে রাজাকে। ধৃত যুবকের নাম সন্ন্যাসী দলুই।

Advertisement

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় নলবনের নির্জন জায়গায় রাজাকে ডাকেন সন্ন্যাসী। সেখানে গেলে ধারালো অস্ত্র দিয়ে রাজার গলা কেটে দেন সন্ন্যাসী। শনিবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, রাজার স্ত্রীয়ের নাম কুম্ভি মণ্ডল। রাজার সঙ্গে বিয়ে হওয়ার আগে সন্ন্যাসীর সঙ্গে কুম্ভির সম্পর্ক ছিল। বিয়ের কিছু সময় পর ফের সন্ন্যাসীর সঙ্গে কুম্ভির পরিচয় হয়। রাজা ও কুম্ভি যেখানে থাকতেন সেখানেই বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন সন্ন্যাসী। কয়েকবার প্রেমিকের সঙ্গে পালিয়েও গিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আবার ফিরে আসেন। সম্প্রতি স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন কুম্ভি। এই নিয়ে ফের তিনজনের মধ্যে অশান্তি হয়। এর ফলে প্রেমিকের বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান কুম্ভি। সেই রাগেই রাজাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement

Advertisement