কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয় দিয়ে পরিচারিকার কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই সৌরভ কুমার নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে সরকারি লোগো লাগানো গাড়ি এবং একাধিক ভুয়ো নথি।
নিউটাউনের যাত্রাগাছি এলাকার বাসিন্দা সৌরভের বাড়িতে কাজ করতেন দিপালী মণ্ডল। তাঁর স্বামী তরুণ মণ্ডলকে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। শুধু তাই নয়, চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে অভিযোগকারিণী এবং তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে খবর। এর পরেই নিউটাউন থানার দ্বারস্থ হন দিপালী। ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় সৌরভকে।
Advertisement
Advertisement
Advertisement



