হেরিটেজ কাঠামোর সংস্কারে রাশ টানল কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, এবার থেকে হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া আর সংস্কার করা যাবে না। লা মার্টিনিয়ার বয়েজ এবং গার্লস স্কুলে সংস্কার ও নির্মাণ কাজের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এই নির্দেশের ফলে কার্যত কলকাতা পুরসভার সিদ্ধান্তেই সিলমোহর পড়ল।
জানা গিয়েছে, সম্প্রতি কলকাতার লা মার্টিনিয়ার বয়েজ ও গার্লস স্কুল কর্তৃপক্ষ ভবনের সংস্কার করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় পুরসভা। কলকাতা পুরসভা সাফ জানিয়ে দেয়, হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া ওই দুই স্কুলের কোনও সংস্কার করা যাবে না। এমনকি বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে নোটিসও পাঠায় পুরসভা। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায়। মামলার শুনানিতে হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেয়, স্কুলের সংস্কারের কাজে বিরোধিতা করা হচ্ছে না। কিন্তু সেই সংস্কারের জন্য স্কুল কর্তৃপক্ষকে হেরিটেজ কমিশনের অনুমতি নিতে হবে।
প্রসঙ্গত পুরসভার পক্ষের আইনজীবী জানান, ২০১৭ সালে ওই স্কুল সংস্কারের জন্য হেরিটেজ কমিশনের অনুমতি নিয়েছিল। কিন্তু বর্তমানে অনুমতি ছাড়াই কাজ করতে চাইছেন স্কুল কর্তৃপক্ষ। তখন মামলাটির শুনানি পর্বে বিচারপতি স্কুল কর্তৃপক্ষকে বলেন, ‘এটা আপনার বাড়ি নয়। সাধারণ স্কুল হলে বুঝতাম। ভুলে যাবেন না, এই স্কুল শহরের হেরিটেজের অঙ্গ।’
হাইকোর্ট জানায়, এ ব্যাপারে আগামী তিন সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিতে হবে। তারপরেই পরবর্তী নির্দেশ নিয়ে বিবেচনা করবে আদালত। হাই কোর্টের পর্যবেক্ষণ, ওই দু’টি স্কুলের ভবন হেরিটেজ সংরক্ষণের আওতায় পড়ে। তাই হেরিটেজ কমিশনের অনুমতি ছাড়া সংস্কারের কাজ করতে পারবেন না কর্তৃপক্ষ।