• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

লা মার্টিনিয়র স্কুল পরিদর্শনে পুরসভা ও হেরিটেজ কমিশন

লা মার্টিনিয়র স্কুলে মেরামতির অনুমতি সংক্রান্ত বিষয়ে রবিবার ফের একবার পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভা ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আধিকারিকরা।

লা মার্টিনিয়র স্কুলে মেরামতির অনুমতি সংক্রান্ত বিষয়ে রবিবার ফের একবার পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভা ও পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের আধিকারিকরা। স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ছোটখাটো মেরামতির কাজের জন্য আলাদা করে অনুমতি নেওয়ার দরকার নেই।

এসব ছোটখাটো মেরামতির মধ্যে রয়েছে—পানীয় জল ও নিকাশি পাইপ বদল, ভাঙা টালি বা টয়লেটের জিনিসপত্র পাল্টানো, বৈদ্যুতিক তার ঠিক করা ইত্যাদি। তবে বড় ধরনের মেরামতি বা এমন কোনও কাজ যা স্কুল ভবনের হেরিটেজ চরিত্র বদলে দিতে পারে, তার জন্য অনুমতি আবশ্যিক বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

পরিদর্শনের সময় আধিকারিকরা স্কুলকে দুটি তালিকা জমা দেওয়ার অনুরোধ করেছেন—একটি অল্প সময়ের মধ্যে মেরামতির প্রয়োজনীয়তা এবং অন্যটি দীর্ঘমেয়াদি কাজের পরিকল্পনা। তাঁরা আশ্বাস দিয়েছেন, যদি কোনও কাজ হেরিটেজ কাঠামোর ক্ষতি না করে, তবে তা দ্রুত মঞ্জুর করার চেষ্টা করা হবে।

কলকাতা হাই কোর্টের নির্দেশেই এদিনের এই পরিদর্শন হয়। কারণ আগের পরিদর্শনের রিপোর্ট যথেষ্ট ছিল না বলে আদালত জানায়। রবিবার দুপুর নাগাদ পুরসভার এক ইঞ্জিনিয়ার ও হেরিটেজ কমিশনের একজন প্রতিনিধি স্কুল পরিদর্শন করেন। তাঁরা ছাদ চুঁইয়ে জল পড়া, স্যাঁতস্যাঁতে দেয়াল, ফাটল ধরা জায়গা, ছাদের প্লাস্টার খসে পড়া ও ভাঙা টাইলস সহ নানা অংশ খতিয়ে দেখেন।

লা মার্টিনিয়র স্কুলের সেক্রেটারি সুপ্রিয় ধর জানিয়েছেন, ‘গত কয়েক মাস ধরে আমরা পুরসভাকে চিঠি দিয়ে জানিয়ে এসেছি যে গরমের ছুটির মধ্যেই কিছু মেরামতির কাজ করতে চাই। আজকের পরিদর্শনে আধিকারিকরা যথেষ্ট সহযোগিতার মনোভাব দেখিয়েছেন।’

স্কুল সেক্রেটারির মতে, ‘আগামী ১০ জুন আদালতে এই মামলা ফের শুনানি হবে। তবে তার আগেই অনুমতি মিলতে পারে, কারণ আদালত বলেছে, যদি পরিস্থিতি গুরুতর হয়, তবে পুরসভা নিজেই অনুমতি দিতে পারে।’

উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে লা মার্টিনিয়র স্কুলে কাজ বন্ধের নির্দেশ দিয়েছিল কলকাতা পুরসভা। কারণ, স্কুলের প্রাক্তনীদের নাম খোদাই করা হেরিটেজ সিঁড়িগুলিতে মার্বেল বসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার তারা প্লে গ্রাউন্ডে ফ্লাডলাইট বসানোর জন্যও অনুমতি চাইবে।