• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

ধৃত প্রতারকচক্র

সম্প্রতি চিনার পার্কের দুটি অফিসে হানা দিয়ে কল সেন্টার থেকে ১৫ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সাইবার শাখা

প্রতীকী চিত্র

এবার নিউ টাউন থেকে গ্রেফতার হল অনলাইন গেম চক্রের প্রতারক। এই ঘটনায় ওই চক্রের ১০ জনকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে এক কোটি টাকা উদ্ধার করেছে নিউ টাউন থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রতারণার কাজে ব্যবহৃত প্রচুর সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে প্রতারণা চক্রটি ওই ফ্ল্যাটে ব্যবসা শুরু করে। ফ্ল্যাটটি ভাড়া নিয়ে চক্রের ব্যবসা চলছিল।

বাড়ির মালিক এই বিষয়ে কিছু জানতেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে প্রচুর নথি। পাওয়া গিয়েছে ১০০টি সিম কার্ড, ১০০টি পাসবই, ১০০টি এটিএম কার্ড। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই অনলাইন গেমের প্রতারণা চক্রটি গ্রাহকদের প্রথমে বিপুল অংকের টোপ দিত। তারপর অনলাইনে তাস, লুডোসহ নানা ধরনের খেলার মাধ্যমে পাওয়া পয়েন্টের উপর ভিত্তি করে অর্থ পাইয়ে দিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করত। আর এরপরে মোটা অংকের টাকা বিনিয়োগ করিয়ে গ্রাহককে লাভের টাকা আর ফেরত দেওয়া হতো না।

পুলিশ সূত্রের খবর, এই প্রতারণাচক্র নিয়ন্ত্রণ করা হতো দুবাই থেকে। ধৃতরা মূলত মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করতেন। ধৃতরা উত্তরখণ্ড ও ছত্রিশগড়ের বাসিন্দা বলে পুলিশ জানতে পেরেছে। শনিবার অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হলে বিচারক তাদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, সম্প্রতি চিনার পার্কের দুটি অফিসে হানা দিয়ে কল সেন্টার থেকে ১৫ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সাইবার শাখা।