• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ব্যবসায়ীদের বাংলায় সাইনবোর্ড লেখার অনুরোধ মেয়রের

সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার ফিরহাদ হাকিম বাংলায় থাকা সমস্ত ব্যবসায়ীদের অনুরোধ করেন, যাতে বাংলা ভাষাতেই প্রত্যেকে সাইনবোর্ড লেখে। বাংলা ভাষার মুকুটে যুক্ত হওয়া এই নয়া পালকের প্রতি সম্মান জানিয়ে, সর্বপ্রথম বাংলা ভাষাকেই গুরুত্ব দেওয়ার কথা বললেন মেয়র। এদিন তিনি বলেন, "বাংলায় লেখার পর যে যেমন ইচ্ছা ভাষায় সাইনবোর্ড লিখুন, সেটা সম্পূর্ন নিজের ব্যাপার।"

সম্প্রতি ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার ফিরহাদ হাকিম বাংলায় থাকা সমস্ত ব্যবসায়ীদের অনুরোধ করেন, যাতে বাংলা ভাষাতেই প্রত্যেকে সাইনবোর্ড লেখে। বাংলা ভাষার মুকুটে যুক্ত হওয়া এই নয়া পালকের প্রতি সম্মান জানিয়ে, সর্বপ্রথম বাংলা ভাষাকেই গুরুত্ব দেওয়ার কথা বললেন মেয়র। এদিন তিনি বলেন, “বাংলায় লেখার পর যে যেমন ইচ্ছা ভাষায় সাইনবোর্ড লিখুন, সেটা সম্পূর্ন নিজের ব্যাপার।”

তবে, বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা তিনি বলেন। কারণ হিসেবে ফিরহাদ বলেন, এই রাজ্যের বেশিরভাগ মানুষই বাংলা বোঝেন। তাঁদের মাতৃভাষা বাংলা। তাই বাংলাতে লিখলে সকলের বুঝতে সুবিধা হবে এবং এই স্বীকৃত সম্মানের জন্য সকলে গর্ববোধ করতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এদিন এই স্বীকৃতির কর্তৃত্ব তাঁকেই দেন ফিরহাদ হাকিম।

Advertisement

Advertisement

Advertisement