• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে মেয়র

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশে রওনা দিল চলতি বছরের হজযাত্রীদের প্রথম দল। এই বিশেষ বিমানে ছিলেন ৩২১ জন যাত্রী।

শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে মক্কার উদ্দেশে রওনা দিল চলতি বছরের হজযাত্রীদের প্রথম দল। এই বিশেষ বিমানে ছিলেন ৩২১ জন যাত্রী। বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে হাজির ছিলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, হজ কমিটির চেয়ারম্যান ও সাংসদ খলিলুর রহমান, আইএএস পি বি সেলিম, শাকিল আহমেদসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন ফিরহাদ হাকিম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত কয়েক বছর ধরে হজ পরিষেবাকে আরও সুসংগঠিত এবং সুষ্ঠুভাবে পরিচালিত করা হচ্ছে। যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

Advertisement

মন্ত্রী আরও বলেন, ‘প্রথম উড়ানে ৩২১ জন হজযাত্রী মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তাঁরা রাজ্যের মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও তাঁরা দোয়া করবেন।’ ফিরহাদ হাকিম এদিন বাংলার সম্প্রীতির বাতাবরণ রক্ষা করার কথাও তুলে ধরেন। তাঁর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলা আজ সম্প্রীতির পীঠস্থান হয়ে উঠেছে। বিভাজনের রাজনীতি এই বাংলায় কখনও স্থান পাবে না।’

Advertisement

Advertisement