• facebook
  • twitter
Sunday, 3 August, 2025

প্রেমিকাকে হেনস্থা, প্রতিবাদ করে নিউটাউনে ‘খুন’ যুবক

প্রেমিকাকে হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায়।

প্রতীকী ছবি

প্রেমিকাকে হেনস্থার প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক। বুধবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সংকেত চট্টোপাধ্যায়। তিনি পেশায় একজন আইটি কর্মী। গৌরাঙ্গনগর এলাকায় প্রেমিকার সঙ্গেই থাকতেন তিনি।

সূত্রের খবর, বুধবার রাতে সংকেতের সঙ্গে বচসা হয় ওই তরুণীর। রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যান। অভিযোগ, সেই সময় রাস্তায় একদল দুষ্কৃতী তাঁকে হেনস্তা করে। ওই ঘটনার প্রতিবাদ করেন সংকেত। প্রথমে বচসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। দুষ্কৃতীরা বাঁশ নিয়ে সংকেতের উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

তরুণীর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। এরপরই দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় সংকেত উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তপাতের কারণেই মৃত্যু হয়েছে সংকেতের।

তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই তরুণীর সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকেরা। একই সঙ্গে আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

মৃত যুবকের পরিবারের দাবি, দেড় বছর ধরে বান্ধবীর সঙ্গে গৌরাঙ্গনগরের একটি ফ্ল্যাটে থাকতেন সংকেত। বুধবার মাঝরাতে দু’‌জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় বাড়ি থেকে বেড়িয়ে যান তাঁর বান্ধবী। তখন কয়েকজন যুবক ওই যুবতীকে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ। এমনকী তাঁর শ্লীলতাহানিও করা হয়।