প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন এক ব্যক্তি। এমনকী প্রেমিকার প্রাক্তন স্বামীকে কয়েকটি ছবি পাঠিয়েও দিয়েছিলেন তিনি। প্রেমিকার অভিযোগের ভিত্তিতে হালতু এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। ধৃতের কাছ থেকে ল্যাপটপ ও স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
অভিযুক্তের নাম পার্থ দাস (৩৫)। তিনি পেশায় একজন চিত্রগ্রাহক। কিছু দিন আগে বিবাহবিচ্ছিন্না এক যুবতীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতী জানিয়েছেন, সমাজমাধ্যমে পার্থর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। সেখান থেকে ঘনিষ্ঠতা বাড়ে। একটি ভাড়া বাড়িতে একসঙ্গে থাকছিলেন তাঁরা। সেই সময় কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে রেখেছিলেন পার্থ। সম্প্রতি সেই ছবি দেখিয়ে যুবতীকে ব্ল্যাকমেল করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ছবিগুলি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন পার্থ।
Advertisement
ওই মহিলা আরও জানিয়েছেন, তাঁর কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা নিয়েছিলেন পার্থ। সম্প্রতি কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। সেই ছবিগুলি আগেই তোলা হয়েছিল। কয়েকটি ছবি যুবতীর প্রাক্তন স্বামীকে পাঠিয়েছিলেন। ওই ব্যক্তির কাজকর্ম আর সহ্য করতে না পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যুবতী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ব্যক্তি।
Advertisement
পুলিশ জানিয়েছে, এক যুবতীর অভিযোগের ভিত্তিতে হালতু এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ডিজিটাল অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।
Advertisement



