• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কালীঘাটে ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে মমতা

বাড়িটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে অবস্থিত হওয়ায় এদিন তা পরিদর্শনে যান তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

কালীঘাটে একটি ভেঙে পড়া পুরনো বাড়ি পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের মদন পাল লেনের এই বাড়িটি গত শনিবার ভেঙে পড়েছিল। এই ওয়ার্ডটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ড। নিজের ওয়ার্ডে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করলেন তিনি।

এদিন মমতার সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। বাড়ির বাসিন্দা ও প্রতিবেশীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনের পর বাড়িটি মেরামতির নির্দেশ দিয়েছেন তিনি। মমতার আশ্বাস পেয়ে খুশি স্থানীয়রা।

Advertisement

উল্লেখ্য, বাড়িটি প্রায় ১০০ বছরের পুরনো। গত শনিবার রাতে বাড়ির একটি অংশ প্রথমে ভেঙে পড়ে। তারপর তড়িঘড়ি বাড়ির নিচে থাকা ১৪টি পরিবারের সদস্যদের বের করে আনা হয়। কিছুক্ষণের মধ্যে বাড়ির একটি বড় অংশ সকলের সামনেই ধসে পড়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি। বাড়িটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ওয়ার্ডে অবস্থিত হওয়ায় এদিন তা পরিদর্শনে যান তিনি।

Advertisement

Advertisement