• facebook
  • twitter
Friday, 15 August, 2025

কলকাতা শহরে বিজ্ঞাপন নীতিতে বড় পরিবর্তন

পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ঠিক কতটা দূরত্ব অন্তর হোর্ডিং বসানো যাবে, কী মাপের হোর্ডিং বসবে, তা সমস্তটাই নিয়ন্ত্রণ করবে পুরসভা নিজে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শহরের বিজ্ঞাপন ব্যবস্থায় বড়সড় রদবদলের পথে হাঁটল কলকাতা পুরসভা। এবার থেকে শহরের প্রতিটি রাস্তার জন্য আলাদা ভাবে দরপত্র ডেকে একটি নির্দিষ্ট সংস্থার হাতে সেই রাস্তার বিজ্ঞাপন ব্যবস্থাপনার দায়িত্ব তুলে দেবে পুরসভা। রাজ্য সরকারের অনুমোদন পাওয়া নতুন বিজ্ঞাপন নীতির আওতায়ই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই ব্যবস্থায়, যে সংস্থা দরপত্রে চূড়ান্তভাবে নির্বাচিত হবে, সেই সংস্থাই দেখভাল করবে ওই রাস্তার সমস্ত হোর্ডিং। বেআইনিভাবে বসানো কোনও হোর্ডিং থাকলে তা সরিয়ে ফেলার দায়িত্বও তাদেরই থাকবে। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, ঠিক কতটা দূরত্ব অন্তর হোর্ডিং বসানো যাবে, কী মাপের হোর্ডিং বসবে, তা সমস্তটাই নিয়ন্ত্রণ করবে পুরসভা নিজে। শুধু তাই নয়, ভবিষ্যতে শহরজুড়ে শুধুমাত্র এলইডি বা মনোপোল হোর্ডিংই অনুমোদিত থাকবে।

পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এই নীতির ফলে একদিকে যেমন শহরের সৌন্দর্যায়ন বজায় থাকবে, তেমনই বেআইনি হোর্ডিং কমিয়ে পুরসভার রাজস্বও বাড়বে। কারণ কোনও একটি রাস্তার দায়িত্ব যখন কোনও সংস্থার হাতে থাকবে, তখন তারা নিজেরাই নজর রাখবে যাতে বেআইনি কিছু না বসে। তা না হলে তাদেরই ক্ষতি।’ নতুন এই ব্যবস্থা ধাপে ধাপে শহরের সর্বত্র কার্যকর করার পরিকল্পনা রয়েছে কলকাতা পুরসভার।