• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

খাস কলকাতায় আক্রান্ত পুলিশ, বেধড়ক মারধর

গন্ডগোল থামাতে গিয়ে মার খেতে হল পুলিশকে। খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ফাইল চিত্র।

গন্ডগোল থামাতে গিয়ে মার খেতে হল পুলিশকে। খাস কলকাতায় আক্রান্ত পুলিশ। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ মালঞ্চ সিনেমা হলের সামনে ঝামেলার সূত্রপাত হয়। এলাকার কয়েক জনের মধ্যেই ঝামেলা চলছিল। ঝামেলা থামাতে যান ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর অমিত সাউ। সেই সময় অমিতবাবুর ওপর হামলা চালায় বেশ কয়েকজন যুবক।

এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় ওই পুলীশ কর্মীকে। রিজেন্ট পার্ক থানা এলাকায় ওই ট্রাফিক ইন্সপেক্টর টহল দিচ্ছিলেন। মালঞ্চ সিনেমা হলের সামনে চেঁচামেচি দেখে সেখানে যান তিনি। তা থামাতে গেলে অমিত সাউ নামে ওই ট্রাফিক ইন্সপেক্টরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকার লোকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, তাহলে হঠাৎ কেন পুলিশ এসেছিল? সেইজন্য হামলা চালান হয় পুলিশ আধিকারিকের ওপর। ঘটনার সময় কারা ঘটনাস্থলে ছিল, কী ঘটেছিল, কারা পুলিশের গায়ে হাত তোলে, সবটাই জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রিজেন্ট পার্ক এলাকায় পেইং গেস্টের সঙ্গে গলফগ্রিন এলাকার স্থানীয় বাসিন্দাদের গোলমাল বাঁধে। দুই গোষ্ঠীর দু’জন আহত হন। হঠাৎ পুলিশ কেন এল, এই প্রশ্ন তুলে পুলিশের উপর চড়াও হয় তারা। মারধর করা হয়।পুলিশ কর্মীকে কাজে বাধা ও মারধরের অভিযোগে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কলকাতা পুলিশের ওপর আক্রমণের ঘটনা নতুন কিছু নয়। চলতি বছর জানুয়ারি মাসে এন্টালির ৫ তলা বিল্ডিংয়ে পার্টি থামাতে গিয়ে মার খায় পুলিশ। বাসন ছুড়েও মারা হয় বলে অভিযোগ। রাত ১০টার পর ওই বহুতলের একটি ফ্ল্যাটে তারস্বরে ডিজে বক্স চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পেয়েই এলাকায় গিয়েছিল পুলিশ।