• facebook
  • twitter
Friday, 13 June, 2025

হুগলি নদীর পাড়ে ম্যানগ্রোভ গাছ লাগাবে কলকাতা পুরসভা

সব মিলিয়ে, পরিবেশ রক্ষায় এক নতুন দিশা দেখাচ্ছে কলকাতা পুরসভার এই পদক্ষেপ। এখন দেখার, বাস্তবে কতটা সাফল্য আসে এই সবুজ উদ্যোগে।

হুগলি নদীর পাড়ে ক্রমশ বেড়ে চলা ভাঙন রুখতে এবার উদ্যোগ নিল কলকাতা পুরসভা। শহরের একাধিক ঘাটে, বিশেষ করে নিমতলা ঘাটে, বহুদিন ধরেই নজরে পড়ছে ভাঙনের চিহ্ন। বহু ছোট ছোট ঘাটেও একই সমস্যা দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে এই ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল পুরসভা, অবশেষে নেওয়া হল পরিবেশবান্ধব পদক্ষেপ।

নদী পাড়কে স্থিতিশীল রাখতে এবং প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ঘূর্ণিঝড়ের ধাক্কা থেকে শহরকে রক্ষা করতে এবার ম্যানগ্রোভ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশিস কুমার। উদ্ভিদবিদদের পরামর্শে হুগলি নদীর তীরবর্তী এলাকায় উপযুক্ত প্রজাতির ম্যানগ্রোভ চারা বসানোর কাজ শুরু হচ্ছে।

ম্যানগ্রোভের শক্ত শিকড় এবং ঘন ছাউনি মাটি ধরে রাখতে অসাধারণ কার্যকর। একইসঙ্গে এই গাছ ঝড়ের গতি কমিয়ে শহরের উপর প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করবে। পুরসভার পার্ক ও উদ্যান বিভাগ ইতিমধ্যেই কাজ শুরু করেছে দক্ষিণ ও পূর্ব কলকাতার কিছু অঞ্চলে। ওই এলাকাগুলিতে কিছু অংশে প্রাকৃতিকভাবেই ম্যানগ্রোভ জন্মায়, যার ফলে সেখানে ভাঙন তুলনামূলকভাবে কম। এবার সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহরের বাকি অংশেও ম্যানগ্রোভ লাগানোর চিন্তা চলছে।

বিশেষজ্ঞদের মতে, হুগলির জলে লবণাক্ততার মাত্রা কম হলেও এমন কিছু ম্যানগ্রোভ প্রজাতি আছে যারা এই পরিবেশেও টিকে থাকতে পারে। সেই অনুযায়ী গাছ বাছাই চলছে। অতীত অভিজ্ঞতাও এই প্রকল্পে উৎসাহ যোগাচ্ছে। হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে গঙ্গার পাড়ে ভাঙন রুখতে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ম্যানগ্রোভ লাগানো হয়েছিল। পরীক্ষামূলক সেই উদ্যোগ সফল হওয়ার পরই বড় পরিসরে গাছ বসানো হয় এবং তাতে ভালো ফল মিলেছে।

সব মিলিয়ে, পরিবেশ রক্ষায় এক নতুন দিশা দেখাচ্ছে কলকাতা পুরসভার এই পদক্ষেপ। এখন দেখার, বাস্তবে কতটা সাফল্য আসে এই সবুজ উদ্যোগে।