নিরাজ্য স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকা মেনে কড়া সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। এখন থেকে আর চাইলেই জন্ম বা মৃত্যুর শংসাপত্রে নাম, ঠিকানা বা পরিবারের পরিচয় সংক্রান্ত বড় কোনও বদল করা যাবে না।
শনিবার স্বাস্থ্য ভবন থেকে একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়, জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্রে শুধুমাত্র টাইপিং-এর ছোটখাটো ভুল যেমন, বানান ভুল, জন্মস্থান বা জন্ম তারিখে সামান্য গড়মিল, এই ধরনের ছোটোখাটো সংশোধনই করা যাবে। তবে নাম একেবারে পাল্টে দেওয়া, বাবার নাম বাদ দেওয়া বা অন্য কারোর নাম যুক্ত করা, কিংবা জন্মতারিখ বদলে ফেলা, এমন বড় ধরনের পরিবর্তন আর কোনওভাবেই অনুমোদন করা হবে না।
Advertisement
পুরসভা সূত্রে জানানো হয়েছে, এমনকি কোনও দম্পতির বিবাহ বিচ্ছেদের পরও সন্তানের শংসাপত্র থেকে বাবার নাম মুছে ফেলা যাবে না। আবার কোনও শিশুর মা যদি দ্বিতীয়বার বিবাহ করেন, তাহলে ওই সন্তানের নথিতে দ্বিতীয় স্বামীর নাম যুক্ত করার সুযোগও থাকবে না।
Advertisement
স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, একবার রেজিস্ট্রারে যে নাম নথিভুক্ত হয়ে গেছে, সেটিই চিরস্থায়ী হিসেবে ধরে নেওয়া হবে। সংশোধনের অধিকার থাকবে শুধু সংশ্লিষ্ট এলাকার রেজিস্ট্রারের হাতে। কারও পক্ষ থেকে যদি কোনও তথ্য বদলের প্রয়োজনীয়তা থাকে, তাহলে রেজিস্ট্রারের কাছে যথাযথ আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র খুঁটিয়ে দেখে তিনি নিজে সিদ্ধান্ত নেবেন।
কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই নির্দেশিকা মেনেই এখন থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র সংক্রান্ত যাবতীয় আবেদন বিবেচনা করা হবে। শংসাপত্রের তথ্য বদল নিয়ে আগের মতো ছাড় আর মিলবে না।
Advertisement



