কলকাতা শহর জুড়ে বহু ঠিকা প্রজা রয়েছে, যাদের জমি ঠিকার হলেও সরকারি নথিতে সেই স্বীকৃতি নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এবার সেই জট কাটাতে উদ্যোগী হয়েছে পুরসভা। ২ জুন থেকে কলকাতা পুরসভা প্রতিটি বোরো অফিসে মিলবে বিশেষ এক ফর্ম। এই ফর্ম পাওয়া যাবে আগামী ছয় মাস ধরে, প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত। ফর্ম সংগ্রহ করার সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে উপস্থিত থাকতে হবে এবং পরিচয়পত্র দেখিয়ে তবেই ফর্ম নিতে হবে।
এই পুরো প্রক্রিয়ায় যাতে কোনওভাবেই দালালচক্র ঢুকে না পড়ে, তার জন্যই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। ফর্ম জমা দেওয়ার জন্য একটি টোকেন সিস্টেম থাকবে, যেখানে জমা দেওয়ার জন্য নির্দিষ্ট দিন ও সময় উল্লেখ থাকবে।
Advertisement
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ ও দালালমুক্ত হয়, সেইজন্য পুরসভার তরফে শীঘ্রই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সব তথ্য জানানো হবে। তিনি আরও বলেন, ‘মানুষ যাতে সরাসরি উপকৃত হন এবং কোনওভাবে হয়রানির শিকার না হন, সেটাই আমাদের লক্ষ্য।’ এই উদ্যোগে আশার আলো দেখছেন বহু ঠিকা প্রজা পরিবার, যাঁদের এতদিন আইনি স্বীকৃতি মেলেনি।
Advertisement
Advertisement



