• facebook
  • twitter
Monday, 16 June, 2025

দেশের মধ্যে বায়ুদূষণ রোধে প্রথম সারিতে কলকাতা

এই খবরে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে ৩টি শহরকে স্বীকৃতি দিয়েছে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য পেল কলকাতা। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক এক রিপোর্টে উঠে এসেছে, দেশের যে তিনটি শহরে বায়ু দূষণের মাত্রা সবচেয়ে কম, সেগুলির মধ্যে অন্যতম কলকাতা। বায়ুতে ভাসমান কণার পরিমাণ তথা পিএম সূচকের ভিত্তিতে তৈরি এই তালিকায় জায়গা পেয়ে গর্বিত রাজ্য।

এই খবরে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কলকাতা আবার পথ দেখাল! কেন্দ্র পরিবেশ সুরক্ষার নিরিখে ৩টি শহরকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে কলকাতাও রয়েছে। পরিচ্ছন্ন এবং সবুজে ভরা কলকাতা গড়ে তোলায় পাশে থাকার জন্য কলকাতাবসীকে ধন্যবাদ।’ মুখ্যমন্ত্রীর এই বার্তাটি এদিন ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে পড়ে শোনান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতাবাসীদের শুভেচ্ছাও জানান তিনি।

প্রশাসনের দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সবুজায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে। শহরবাসীর সহযোগিতা এবং পুরসভার সচেতনতামূলক পদক্ষেপে এই উদ্যোগ আগামী দিনে আরও মজবুত হবে বলেই আশাবাদী প্রশাসন।