• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, আইনজীবী-বিচারপতিরা আদালতে পৌঁছতেই পারলেন না

বন্ধ থাকল শুনানি

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাতভর টানা বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গিয়েছে কলকাতা। কোথাও হাঁটু, কোথাও আবার কোমরসমান জল। জলমগ্ন পরিস্থিতির জেরে মঙ্গলবার কার্যত স্তব্ধ হয়ে গেল কলকাতা হাই কোর্টের কার্যক্রম। কর্মী, আইনজীবীরা আদালতে পৌঁছতে না পারায় দিনভর বন্ধ থাকল অধিকাংশ শুনানি।

সকাল সাড়ে ১০টা নাগাদ আদালত বসার কথা থাকলেও মঙ্গলবার সকালে এজলাসে দেখা যায় আদালতের কর্মচারী ও আধিকারিকদের অনুপস্থিতি। বেশির ভাগ এজলাসেই একই চিত্র— ফাঁকা গ্যালারি, নেই আইনজীবীর উপস্থিতি। ফলে শুনানি না করেই এজলাস ছেড়ে চলে যান বিচারপতিরা। তবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন সীমিত পরিসরে কয়েকটি মামলার শুনানি করেন।

Advertisement

দুপুরে পরিস্থিতি কিছুটা বদলালেও আদালতের চিত্র একইরকম থাকে। কয়েকজন বিচারপতি এজলাসে গেলেও আইনজীবীদের অনুপস্থিতিতে শুনানি সম্ভব হয়নি। পরে আইনজীবীদের তিনটি সংগঠন প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে অনুরোধ জানায়, কেবল সেইসব মামলাই শোনা হোক, যেখানে সব পক্ষের আইনজীবী উপস্থিত আছেন। অন্য মামলাগুলি যেন তালিকা থেকে বাদ না দেওয়া হয়। হাই কোর্ট সূত্রে খবর, বিচারপতিরা এই প্রস্তাব মেনে নিয়েছেন।

Advertisement

এদিকে শহরে প্রবল বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রশাসনিক সূত্রে খবর, প্রাকৃতিক দুর্যোগে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছে ‘গণতন্ত্র বাঁচাও’ ও ‘অল ইন্ডিয়া ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ নামের দুটি সংগঠন। তারা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছে।

কলকাতার এই অচলাবস্থা শহরের পরিকাঠামো নিয়েও প্রশ্ন তুলেছে আইনজীবী মহলে। আদালত সূত্রে ইঙ্গিত, আগামী কয়েক দিনও স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়তে পারে যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে।

Advertisement