• facebook
  • twitter
Sunday, 27 July, 2025

হোয়াটসঅ্যাপ মারফত ছবি পাঠিয়ে জঞ্জাল সরবে ম্যাজিকের মতো, মাত্র ৪ ঘণ্টায় মিলবে সমাধান

কলকাতা শহরের রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপ আর থাকবে না। ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে সেইসব জঞ্জাল।

কলকাতা শহরের রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনার স্তূপ আর থাকবে না। ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে সেইসব জঞ্জাল। শহরজুড়ে শুরু হচ্ছে এমনই এক অভিনব অভিযান। নাগরিকদের অভিযোগ পাওয়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই সাফ হয়ে যাবে আবর্জনা। কলকাতা পুরসভার তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে —‘ওয়ান উইক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ড্রাইভ’। ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য শহরের বুকে জমে থাকা খোলা আবর্জনার স্তূপ দ্রুত সরিয়ে শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তোলা। বর্ষার আগে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি, কারণ আবর্জনার কারণে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো ভেক্টরবাহিত রোগ। তাই পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে শহরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়াও এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।’

নাগরিকদের সক্রিয়ভাবে যুক্ত করতেই চালু হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর—৯০৭৩৩৬৭৮৮৩। শহরের যেখানেই আবর্জনা পড়ে থাকতে দেখা যাবে, সেখানকার ছবি বা ভিডিও এই নম্বরে হোয়াটসঅ্যাপ মারফত পাঠালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি অভিযোগ ডিজিটাল সিস্টেমে রেকর্ড হবে কন্ট্রোল রুমে, সঙ্গে সঙ্গে চলে যাবে সংশ্লিষ্ট বরো অফিসে। দু’ঘণ্টার মধ্যে সেখানে অভিযোগ পাঠানো হবে এবং এরপর চার ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানিয়েছে পুরসভা।

অভিযান কতটা সফল হচ্ছে তা নজরে রাখতে ফিল্ড টিমও রাস্তায় নামবে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আবর্জনা পরিষ্কারের আগে ও পরে তোলা ছবি এবং ভিডিও সংগ্রহ করা হবে। এতে বোঝা যাবে কোথায় কতটা পরিবর্তন হয়েছে। অভিযোগ মেটার পরে অভিযোগকারীকে ফিরতি বার্তা দিয়ে জানানো হবে সমাধানের কথা।

পুরসভার তরফে স্পষ্ট বার্তা, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে হলে শুধু প্রশাসন নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি। তাই শহরবাসীর প্রতি পুরসভার আহ্বান—যেখানেই জঞ্জাল দেখছেন, চোখ বন্ধ না করে তা জানান। কারণ, এই এক সপ্তাহের অভিযান শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, বরং শহরের রূপ বদলের এক বড় পদক্ষেপ।