• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

বাগুইআটির কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, গায়েব কয়েক লক্ষ টাকার গয়না

বাগুইআটির চাউল পট্টির গোবিন্দচন্দ্র শেঠের বাজারের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রতিমার গা থেকে উধাও কয়েক লক্ষ টাকার সোনায় গয়না।

বাগুইআটির চাউল পট্টির গোবিন্দচন্দ্র শেঠের বাজারের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। প্রতিমার গা থেকে উধাও কয়েক লক্ষ টাকার সোনায় গয়না। দুই নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে গয়না চুরি হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। মন্দির কমিটির সদস্যদের দাবি, তাঁরা নিরাপত্তারক্ষীদেরও সন্দেহের তালিকায় রেখেছেন। দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ১৪ বছর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত দুটো-আড়াইটা নাগাদ চুরির ঘটনা ঘটে। দরজা ভেঙেই চুরি করা হয়েছে। সোমবার বাজারে এসে ব্যবসায়ীরা দেখতে পান, মন্দিরের পাশের গেটের তালা ভাঙা। তাঁরা মন্দিরের মধ্যে ঢুকেই দেখতে পান প্রতিমার সমস্ত সোনার অলঙ্কার চুরি গিয়েছে। চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। প্রতিমার হাতে, কানে ভরি ভরি গয়না পরানো থাকত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চুরির ঘটনার তদন্তে মন্দিরে আসে বাগুইআটি থানার আইসি অমিতকুমার মিত্র। তাঁর সঙ্গে ছিল পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে আইসি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। সেই সঙ্গে মায়ের গয়না ফিরিয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা চালানো হবে। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে চুরির ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। চুরির সময় সুরক্ষাকর্মীরা কোথায় ছিলেন? সিসিটিভি থাকা সত্ত্বেও কে বা কারা এই দুঃসাহসিক চুরির পরিকল্পনা করল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মন্দিরে লাগানো সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, ১৪ আগে এই মন্দির থেকে প্রতিমার ২০ থেকে ২৫ ভরি সোনার গয়না চুরি হয়েছিল। আজও সেই চুরির কিনারা হয়নি।