• facebook
  • twitter
Sunday, 20 July, 2025

বাগুইআটিতে ট্রলিব্যাগ থেকে মহিলার দেহ উদ্ধার

ট্রলিব্যাগ থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। পরনে ছিল সালোয়ার কামিজ, চুল খোলা।

ট্রলিব্যাগ থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। পরনে ছিল সালোয়ার কামিজ, চুল খোলা। ঘটনাটি বাগুইআটির দেশবন্ধুনগরের। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কে বা কারা এভাবে খুন করে দেহ ট্রলিবন্দি করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখে গেল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসীকে।

মঙ্গলবার বাগুইআটির দেশবন্ধু নগরে জঞ্জালঘেরা একটি পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ট্রলিব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে বাদামি রঙের টেপ লাগানো ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মহিলাকে খুন করা হয়েছে। মৃত মহিলা এলাকার বাসিন্দা নন। অন্য কোথাও খুন করে দেহ ট্রলিবন্দি করে এখানে এনে ফেলে রাখা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে। থানাগুলিতেও খোঁজ নেওয়া হচ্ছে কোথাও মিসিং ডায়েরি করা হয়েছে কি না।

গত মাসে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল কুমোরটুলিতে। কুমোরটুলি ঘাটের কাছে ধরা পড়েন ফাল্গুনী ঘোষ এবং তাঁর মা আরতি ঘোষ। তাঁদের কাছে একটি ট্রলিব্যাগ ছিল। তার ভিতর থেকে উদ্ধার করা হয় এক মহিলার টুকরো টুকরো দেহ। পরে জানা যায়, মৃত মহিলা ফাল্গুনীর পিসিশাশুড়ি সুমিতা ঘোষ। পুলিশের তদন্তে উঠে আসে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই পিসি শাশুড়িকে খুন করে তাঁরা। প্রমাণ লোপাটের জন্যই দেহ টুকরো করে ট্রলিব্যাগে ভরে কুমোরটুলি গিয়েছিলেন অভিযুক্তরা।