• facebook
  • twitter
Friday, 5 December, 2025

একই আধার নম্বর দিয়ে একাধিক পাসপোর্ট, গ্রেপ্তার এক

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম ত্রিদীপ মণ্ডল। তাঁর বাড়ি বাগুইআটির জ্যাংড়া এলাকায়।

ফাইল চিত্র

পাসপোর্ট জালিয়াতির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতের নাম ত্রিদীপ মণ্ডল। তাঁর বাড়ি বাগুইআটির জ্যাংড়া এলাকায়। অভিযোগ, একই আধার নম্বর ব্যবহার করে ভিন্ন ভিন্ন নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করেন তিনি। সোমবার শিয়ালদহ থেকে ত্রিদীপকে গ্রেপ্তার করে পুলিশ। এদিনই তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়।

জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার জানুয়ারি মাসে চন্দননগর কমিশনারেট তিনজনকে গ্রেপ্তার করেছিল। ত্রিদীপ তাঁদেরই এজেন্ট হিসেবে কাজ করতেন বলে সূত্রের খবর। ওই তিনজনকে জেরা করেই ত্রিদীপের খোঁজ মেলে। এরপর ত্রিদীপের খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে সোমবার ভদ্রেশ্বর থানার পুলিশ শিয়ালদহ থেকে ত্রিদীপকে গ্রেপ্তার করে।

Advertisement

অভিযোগ, নিজের আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন জাল নথি নিয়ে পাসপোর্ট বানিয়ে দিতেন তিনি। জাল পাসপোর্ট চক্রের বেশ কয়েকজন চাঁইকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বহু বাংলাদেশিকে এদেশে ঢুকতে সাহায্য করেছে এই চক্রের পান্ডারা।

Advertisement

Advertisement