• facebook
  • twitter
Monday, 8 December, 2025

উদ্ধার বেআইনি অস্ত্র, ধৃত এক

শহরে ফের বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম বিনোদ রায় (২৯)। সে কলকাতারই তিলজলা রোডের বাসিন্দা।

প্রতীকী চিত্র।

শহরে ফের বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার এক। ধৃতের নাম বিনোদ রায় (২৯)। সে তিলজলা রোডের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সিঙ্গেল শুটার বন্দুক এবং একটি গুলি।

বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বুধবার রাতে তপসিয়া দক্ষিণ রোড থেকে অভিযুক্ত যুবককে পাকড়াও করে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সূত্রের খবর, এলাকায় বেশ কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিল বিনোদ। সেই সময়ই তার কাছ থেকে উদ্ধার হয় বেআইনি আগ্নেয়াস্ত্র।

Advertisement

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে কলকাতা শিয়ালদহের বৈঠকখানা বাজার থেকে উদ্ধার করা হয়েছিল একাধিক বেআইনি অস্ত্র। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীও।

Advertisement

অন্যদিকে চোরা অস্ত্র কারবারিদের হুঁশিয়ারিও দিয়েছিলেন কলকাতার নগরপাল মনোজকুমার বর্মা। কিন্তু তারপরেও একাধিকবার শহরে একাধিক অংশ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। গত নভেম্বরে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষকে। সেই ঘটনাতেও উঠে এসেছিল বেআইনি অস্ত্র যোগ।

সেই ঘটনার রেস কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে আবারও শহরে উদ্ধার হল বেআইনি আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কী কারণে যুবকের কাছে ছিল সেই আগ্নেয়াস্ত্র? ধৃতকে জেরা করে তদন্তে নেমেছে এন্টালি থানার পুলিশ।

Advertisement