• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পার্ক স্ট্রিটে বেআইনি সাট্টার ঠেক, গ্রেপ্তার তিন জুয়াড়ি

খাস কলকাতায় বেআইনি জুয়ার ঠেকে পুলিশের অভিযান। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৭১৪০ টাকা।

প্রতীকী চিত্র

খাস কলকাতায় বেআইনি জুয়ার ঠেকে পুলিশের অভিযান। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল – এসকে সাজিদ (২৮), মহম্মদ ফেকু (৫৫) এবং শেখ সাকিল। তাদের কাছ থেকে ক্যালকুলেটর, প্যাড, চার্ট-সহ অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৭১৪০ টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন থেকেই এলাকায় জুয়া-সাট্টার আসর বসার অভিযোগ আসছিল। খবর পেয়ে শনিবার অভিযান চালায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। সেই আসর থেকে হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বেআইনি জুয়ার কারবার চালানোর অপরাধে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৩১৮ (৪) এবং ৬১ (২) অর্থাৎ প্রতারণা ও অপরাধ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। রাজ্য গ্যাম্বলিং আইনের তিন ও চার নম্বর ধারাতে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এসকে সাজিদ (২৮), মহম্মদ ফেকু (৫৫) এবং শেখ সাকিল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কেউ এই জুয়া-সাট্টার আসর নিয়মিত আসত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসর থেকে উদ্ধার হওয়া ৭১৪০ টাকা জুয়ার খেলার জন্য এই টাকা ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

Advertisement