স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর এবং তার পরিজনদের বিরুদ্ধে। মৃতার নাম তুলিকা মিত্র (৩০)। মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মৃতার স্বামী দিবাকর ধরকে গ্রেপ্তার করেছে বেলেঘাটা থানার পুলিশ। সোমবার গভীর রাতে বেলেঘাটা থানা এলাকার কুণ্ডু বাগানের ঘটনা। মৃতার পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করেছে তার স্বামী এবং বাড়ির অন্যান্য সদস্যেরা।
সূত্রের খবর, মাস সাতেক আগেই বিয়ে হয় তুলিকা এবং দিবাকরের। বিয়ের পর থেকেই দিবাকর তুলিকার উপর অত্যাচার করত বলে অভিযোগ। পরিবারের আরও অভিযোগ, দিবাকরের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। তা জানতে পেরে তুলিকার সঙ্গে প্রায়ই অশান্তি বাঁধত দিবাকরের। সোমবারও সেই নিয়ে অশান্তি বাঁধে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, তুলিকার দেহ যে ঘরে উদ্ধার করা হয়েছে, সেই ঘরের দরজা ছিল ভিতর থেকে বন্ধ। একাধিকবার ডেকে সাড়া না পেয়ে ঘরের জানলা দিয়ে কোনও ক্রমে ভিতরে ঢোকে অভিযুক্ত স্বামী। তারপর দিবাকর এবং স্থানীয়েরা তুলিকাকে উদ্ধার করে নিয়ে যায় এনআরএস মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তুলিকাকে।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে মৃতার গলায় মিলেছে ফাঁসের দাগ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না এলে কিছু বলা সম্ভব নয় বলেই দাবি তদন্তকারী আধিকারিকদের। এ দিন মেয়ের মৃত্যুর খবর পেয়েই দিবাকর ধর, তার মা রিমা ধরের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তুলিকার বাবা গৌতম মিত্র। অভিযোগ দায়ের করা হয় সম্পর্কে তুলিকার মামা শ্বশুর দেবাশিস দে এবং তার স্ত্রীর নামেও। মৃত্যুর ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মৃতার স্বামী দিবাকরকে।