পুলিশের জালে এবার বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট বাড়ির ইঞ্জিনিয়ারিং কর্ণধার। হরিয়ানা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে নেতাজিনগর থানার পুলিশ। ধৃতের নাম অভিষেক নাগরা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগেই হেলে পড়া বাড়ি সোজা করার বরাত পেয়েছিল ধৃত অভিষেকের সংস্থা। তবে বাড়ি সোজা করতে গিয়েই ঘটে বিপত্তি। হেলে পড়া ফ্ল্যাট বাড়ি সোজা হওয়ার পরিবর্তে ধসে পড়ে বাড়ির নিচের তলা।
অভিযোগ, মাটি পরীক্ষা না করেই বাড়ি সোজা করার কাজ করছিল ওই সংস্থা। আগাম অনুমতি নেওয়া হয়নি পুরসভার কাছেও। গত ১৪ নিয়ম না মেনে বাড়ি সোজা করার সময় বাড়ির নিচের তলার একাংশ ভেঙে পড়ে। ঘটনার জেরে প্রাণহানি না ঘটলেও তারপর থেকেই পলাতক ছিল প্রোমোটার ও সংস্থার কর্ণধার।