সাতসকালে নিউটাউনের এক পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার হল তরুণীর অর্ধনগ্ন দেহ। এলাকাবাসীর অনুমান, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে মৃতার নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
স্থানীয় সূত্রের খবর,শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রিজ সংলগ্ন এলাকার এক ঝোপের ধারে তরুণীকে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত থানায় খবর দেওয়া হলে, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ঘটনাকে ঘিরে পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।
দোষীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। যদিও ওই এলাকাতেইপ তরুণীকে খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও ধর্ষণ করে ঝোপের ধারে ফেলে যাওয়া হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।