বন্ধুকে ফোনে ডেকে পিটিয়ে খুনের অভিযোগ। বুধবার বছরের প্রথম দিনে ঘটনাটি ঘটেছে সল্টলেকের মহিষাবাথানে। মৃতের নাম সুব্রত মাঝি। বছর ছাব্বিশের সুব্রত ডেলিভারি বয়ের কাজ করতেন বলে জানা গিয়েছে।
মৃতের পরিবার সূত্রে খবর, ৩১ ডিসেম্বর রাতে যুবককে ফোন করে ডেকে পাঠায় তার বন্ধুরা। তারপর থেকে আর খোঁজ মেলেনি।
সূত্রের খবর, পয়লা জানুয়ারি যুবকের জন্মদিন ছিল। সেই কারণে তাকে ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ ডেকে পাঠায় সোনা নামে এক যুবক। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ফিরবে বললেও পরে আর খোঁজ পাওয়া যায়নি সুব্রতর। পরে পরিবারের লোকেরা জানতে পারে, পাড়ারই এক যুবক মৃত্যঞ্জয় সুব্রতকে এলাকার এক পরিচিত চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছে। অন্যদিকে যুবকের অবস্থা আশঙ্কাজনক বুঝে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেই মতো নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে।
Advertisement
তবে ক্রমেই অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে স্থানান্তর করা হয় আরজি কর মেডিক্যাল কলেজে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে মৃত্যু হয় তাঁর। ছেলের মৃত্যুকে ঘিরে পরিবারের অভিযোগ, বন্ধুদের মারধরের কারণেই মৃত্যু হয়েছে সুব্রতর। ঘটনায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে বন্ধুদের। অন্যদিকে ঘটনার পর থেকেই পলাতক মৃত্যুঞ্জয়। ঠিক কী কারণে মৃত্যু? খুনের পিছনে কারণ কী? তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
Advertisement
Advertisement



