• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নরেন্দ্রপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

এই খবরের উপর ভিত্তি করে পুলিশের একটি দল গভীর রাতে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে তল্লাশি চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

নিজস্ব চিত্র

রাজ্যে একের পর এক বোমা, আগ্নেয়াস্ত্রের সন্ধান মিলছে। দুশ্চিন্তা বাড়ছে পুলিশ প্রশাসনের। এবার নরেন্দ্রপুর থানার পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখার জন্য অনুপ পৈলান নামের তৃণমূলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়াও, তাঁর বিরুদ্ধে স্থানীয়দের ভয় দেখানো, তোলা আদায়, জুয়ার ঠেক চালানোর মতো একাধিক অভিযোগও উঠেছে।

সূত্রের খবর, ধৃত অনুপ পৈলান খেয়াদহের রণভুতিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বিভিন্ন থানার পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছে। কেবলমাত্র অসামাজিক কাজকর্ম নয়, এলাকায় লোকজনকে ভয় দেখানোর অভিযোগেও তাঁর নাম শীর্ষে রয়েছে। নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাধের কাছে গোপন সূত্রে খবর আসে, অনুপ পৈলান বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে। এই খবরের উপর ভিত্তি করে পুলিশের একটি দল গভীর রাতে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পিছনে তল্লাশি চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

Advertisement

তবে এটি অনুপের প্রথমবার নয়। এর আগেও তাঁর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল। খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় বোমাবাজির ঘটনায় তাঁর নাম জড়িত রয়েছে। ওই ঘটনায় জখম হয়েছিল বেশ কিছু শিশু। শুধুই কি এলাকার অপরাধমূলক কাজকর্মের সঙ্গে অনুপ যুক্ত ছিল নাকি বৃহত্তর অপরাধ জগতেও তাঁর বিচরণ রয়েছে সেই দিকটিও পুলিশ খতিয়ে দেখছে। নরেন্দ্রপুর থানার পুলিশ, আদালতে অনুপের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করবে বলে জানিয়েছে।

Advertisement

Advertisement