• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ

নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম সুদীপ নাড়ু, বয়স আনুমানিক ৩৫। তিনি পেশায় প্রোমোটার, তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী।

নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। মৃত যুবকের নাম সন্দীপ নাড়ু, বয়স আনুমানিক ৩৫। তিনি পেশায় প্রোমোটার এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। শনিবার রাতে নরেন্দ্রপুর ও বিষ্ণুপুর থানা এলাকার মাঝামাঝি জায়গা নোনা জয়কৃষ্ণপুরের একটি জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার হয়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্দীপ ওই এলাকার বাসিন্দা নন। তাঁকে বাইরে কোথাও খুন করে মৃতদেহ এখানে এনে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেই তাঁদের অনুমান। রাস্তার পাশে একটি দেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের পরিচয় শনাক্ত করা গিয়েছে। তিনি বিষ্ণুপুর থানার অন্তর্গত বাঘেরসর ষষ্ঠীতলা অঞ্চলের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সন্দীপ স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে কী কারণে, কারা তাঁকে হত্যা করল – সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দীপের দেহে একাধিক জায়গায় আঘাত রয়েছে। অনুমান, সন্দীপকে অন্য জায়গায় খুন করে নরেন্দ্রপুর থানা এলাকায় ওই জঙ্গলের ধারে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সন্দীপ গাড়ি চালাতেন। এর সঙ্গে তিনি প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। কয়েকদিন আগে একবার ব্যবসা সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছিল বলে জানিয়েছে তাঁর পরিবার। প্রশ্ন উঠছে, তাহলে কি সেই বিবাদের জন্য তাঁকে খুন করা হয়েছে? না কি পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে।