শুক্রবার শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। লেকটাউনের দক্ষিণদাড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এদিন বেলা ১২টা নাগাদ আগুন লাগে লেকটাউনের দক্ষিণদাড়ি পোস্ট অফিসের সামনে একটি দোতলা বাড়িতে। জানা গিয়েছে, প্রথমে বাড়ির নীচের তলায় আগুন লাগে। ক্রমেই তা ছড়িয়ে পড়ে বাড়ির ওপর তলায়।
অন্যদিকে বাড়িতে আগুন লেগেছে দেখে তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন সদস্যরা। তারপর দমকলে খবর দেওয়া হলে, দমকলের দুটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের জেরে বাড়ির ক্ষয়ক্ষতি হলেও বাড়ির সদস্যদের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রথমে বাড়ির নীচেরতলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার জেরে দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লাগে বাড়িতে।