নিউ টাউনের ঘুনি বস্তির অগ্নিকাণ্ডের পর বুধবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কাঁকুড়গাছির লোহাপট্টিতে। বুধবার গভীর রাতে কাঁকুড়গাছির লোহাপট্টিতে একটি অক্সিজেন সিলিন্ডারের কারখানায় আগুন লাগে। এরপরেই অক্সিজেন সিলিন্ডারগুলি পরপর ফাটতে শুরু করে। বিস্ফোরণের জেরে একের পর এক সিলিন্ডার উড়তে থাকে। বিধ্বংসী আকার নেয় আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে বিকট শব্দ শুনতে পান তাঁরা। এরপরেই দেখা যায় অক্সিজেন সিলিন্ডারের কারখানায় আগুন লেগেছে। তার জেরেই সিলিন্ডার ফাটতে থাকে। ক্রমাগত বিস্ফোরণের জেরে রাস্তায় উড়ে পড়ে সিলিন্ডারগুলি। এমনকি সিলিন্ডার বিস্ফোরণের জেরে দূরের একটি বাড়ির চালও উড়ে যায়। স্থানীয়দের তরফে দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলবাহিনী। অগ্নিকাণ্ডের ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের জেরে স্থানীয় অনেকের বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে বলে দাবি। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী।
Advertisement
Advertisement
Advertisement



