• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উদ্ধার আরও নিষিদ্ধ বাজি

গত আটদিন উদ্ধার হওয়া ২৭৩৩ কেজি নিষিদ্ধর বেশিরভাগটাই উদ্ধার হয়েছে যাদবপুর অঞ্চল থেকে। সেখান থেকে উদ্ধার হওয়া মোট বাজির পরিমাণ ৯৩৬ কেজি।

প্রতীকী চিত্র

নিষিদ্ধ বাজি রুখতে আগেই সতর্ক হয়েছিল কলকাতা পুলিশ। তাই দিবারাত্রি কড়া নজরদারি রেখে প্রায় ২৮০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করল কলকাতা পুলিশ। একই সঙ্গে গত আটদিনে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৬ জনকে।

পুলিশ সূত্রে খবর, গত আটদিন উদ্ধার হওয়া ২৭৩৩ কেজি নিষিদ্ধর বেশিরভাগটাই উদ্ধার হয়েছে যাদবপুর অঞ্চল থেকে। সেখান থেকে উদ্ধার হওয়া মোট বাজির পরিমাণ ৯৩৬ কেজি। অন্যদিকে বন্দর ডিভিশন থেকে উদ্ধার করা হয়েছে ৪৮৬ কেজি নিষিদ্ধ বাজি।

Advertisement

Advertisement

Advertisement