সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ডেলিভারি বয়। কেষ্টপুর এবং সল্টলেকের সংযোগকারী ফুটব্রিজের কাছে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারে, যার ফলে গাড়িটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। দুর্ভাগ্যজনকভাবে, বাইক নিয়ে যাচ্ছিলেন ওই ডেলিভারি বয়। সেই সময় রেলিংয়ের মাঝে আটকে পড়েন এবং গাড়ির আগুনে ঝলসে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তীব্র বিক্ষোভ শুরু করে। তাঁদের অভিযোগ, পুলিশ সময়মতো পদক্ষেপ না নেওয়ায় যুবকটিকে বাঁচানো সম্ভব হয়নি। সন্ধ্যা নাগাদ এই বিক্ষোভ হিংসার রূপ নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করলে জনতাও পাল্টা ইট-পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয়।
Advertisement
বর্তমানে, সল্টলেক পূর্ব থানা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই দুর্ঘটনার কারণ এবং ডেলিভারি বয়ের আটকে পড়ার পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। গাড়িতে থাকা আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল।
Advertisement
Advertisement



