• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যাদবপুর ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত

যাদবপুর কাণ্ডের জেরে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যাদবপুর কাণ্ডের জেরে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে লালবাজার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে লালবাজার। কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায়। পাশাপাশি কতটা জায়গা নিয়ে এই আউটপোস্ট তৈরি হবে তা-ও জানতে চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আউটপোস্ট তৈরি হবে তাতে ২৪ ঘণ্টাই পুলিশ মোতায়েন থাকবে।

উল্লেখ্য, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভাকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছিল। ক্যাম্পাসের ভিতরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগও উঠেছিল বাম ও অতি-বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এই গণ্ডগোলের ঘটনায় আহত হয়েছিলেন একাধিক পড়ুয়াও। এরপর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় ক্যাম্পাসে পুলিশ আউটপোস্টের দাবি জানানো হয়। বর্তমানে সেই উদ্যোগই নিতে চলেছে পুলিশ। জানা গিয়েছে, আউটপোস্টটি যাদবপুর থানার অধীনস্থ হবে। বিশ্ববিদ্যালয়ের অনুমতি পাওয়া গেলেই দ্রুত আউটপোস্ট তৈরির কাজ শুরু করবে পুলিশ।

Advertisement

কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢোকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পড়ুয়াদের অভিযোগ, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ক্যাম্পাসে পুলিশ নিয়ে এসেছেন। এর প্রতিবাদে ইউজি আর্টস বিল্ডিংয়ের করিডরে ইংরেজি ও ইতিহাস বিভাগের পড়ুয়ারা মাটিতে বসে ক্লাস করেন। তাঁদের দাবি, ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। এবার লালবাজারের সিদ্ধান্ত, ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন থাকবে। এর জন্য তৈরি করা হবে একটি পুলিশ আউটপোস্ট।

Advertisement

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। উপাচার্য যেমন নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে।

Advertisement