• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় ৩০ প্রাক্তন জওয়ান

দু'জন সুপারভাইজার ও সঙ্গে ৩০ জন প্রাক্তন জওয়ান নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে জোরদার নজরদারি

দেশের কোনও বিশ্ববিদ্যালয়ে সেনাদের টহলদারির ঘটনা একেবারেই পরিচিত চিত্র নয়। কিন্তু মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল এমনই এক চিত্র। দুজন সুপারভাইজার ও সঙ্গে ৩০ জন প্রাক্তন জওয়ান নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলছে জোরদার নজরদারি। মঙ্গলবারেই এই জওয়ানরা নিয়োগপত্র নিয়ে কাজের দায়িত্বে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা ভেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু, সম্প্রতি এক ছাত্রীর জলে ডুবে মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে এই বিষয়টি আদালতেও ওঠে। তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত, নিজেদের নিরাপত্তারক্ষীর পাশাপাশি এবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষা করবেন প্রাক্তন সেনাকর্মীরা। রাজ্য সৈনিক বোর্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এই সেনাদের নিয়ে আসা হয়েছে। তবে কোনও সেনাকর্মীর হাতে অস্ত্র থাকবে না। পুরোপুরি নিরস্ত্র অবস্থায় বিশ্ববিদ্যালয় চত্বর টহল দেবেন সেনাকর্তারা।

Advertisement

Advertisement

Advertisement