রেলযাত্রীদের টিকিট পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে এক মহিলা টিকিট পরীক্ষকের। প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি। বুধবার অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন ওই মহিলা টিকিট পরীক্ষক। আচমকাই এক যাত্রীর কাছ থেকে টিকিট চাইতে গিয়ে প্রহৃত হন তিনি। এমনকি গলা টিপে তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। নিজের কর্মস্থলেই এমন ঘটনা রেলকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
সূত্রের খবর, আক্রান্ত টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী রায়। বুধবার সকাল আটটা নাগাদ ক্যানিং স্টেশনে তাঁকে আক্রমণ করা হয়। স্টেশনে ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকাল ঢোকার পর তনুশ্রী যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। সেই সময় বিনা টিকিটে এক যাত্রীকে যাত্রা করতে দেখে তাঁর থেকে টিকিট চান তনুশ্রী। সেখান থেকেই অশান্তির সূত্রপাত।
Advertisement